শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ১

প্রতীকী ছবি

হাবিবুর রহমান, কক্সবাজার: [২] টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও আবদুর রহমান (১৭) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

[৩] নিখোঁজ জেলে শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে। 

[৪] শুক্রবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূলে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

[৫] সাবরাং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মন্নান জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানকে উদ্ধার করতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা কাজ করছে। 

[৬] ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মত নৌকা নিয়ে ৫ জন মাঝিমাল্লা সাগরের মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীরদ্বীপ উপকূলে সাগরের ঢেউয়ের আঘাতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামে এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।

[৭] শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকি ৪ জেলে নিরাপদে শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়