শিরোনাম
◈ প্রতিরোধ গড়ুন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না: ডিএমপি কমিশনার ◈ ‌‌‘একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে’ (ভিডিও) ◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

[৩] বুধবার (৩১ জুলাই) সকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই হতে ০৫ আগস্ট পর্যন্ত সারা দেশের ন্যায় বোয়ালমারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে। 

[৪] এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বোয়ালমারী পৌর সদরে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফি প্রমুখ।

[৫] পরে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। মনোসেক্স তেলাপিয়া চাষে সাফল্য দেখানোয় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, কার্প মিশ্র চাশে সাফল্য দেখানোয় বিল চিতলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য পলাশ কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে হরিহরনগর বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ফুল মিয়াকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি আশুতোষ বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

[৬] উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন বলেন, আগামী শুক্রবার (২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করবেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়