মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ রাকিবুল (৩৬) নামে একজনকে আটক করেছে র্যাব-৫।
[৩] গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।
[৪] আটক রাকিবুল ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
[৫] র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে এমন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করা হয়।
[৬] আরও বলা হয়, আটক রাকিবুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বাড়ি সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ করতো।
[৭] এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :