হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): [২] নেত্রকোনার পূর্বধলায় পনিতে ডুবে আলিফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই ) দুপুরে পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
[৩] আলিফ উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামের মো. সুজন মিয়ার একমাত্র ছেলে।
[৪] আলিফের বাবা সুজন মিয়া জানান, দুপুর মায়ের সাথে গোসলে যায়া আলিফ। আলিফকে রেখে তার মা পুকুরে গোসল করতে থাকে ওই অবস্থায় আলিফ হেঁটে হেঁটে পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :