শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগদিলেন আইনজীবীরা

শহিদুল ইসলাম, চট্টগ্রাম: [২] চট্টগ্রামে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচি পালনকালে সমন্বয়কদের ও বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের সাথে আওয়ামীপন্থী আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটে।  

[৩] বুধবার সকাল সাড়ে ১১টায় কোটা সংস্কারকারী শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত আন্দোলনের অংশ হিসেবে আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির পালনের জন্য নগরীর লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে বিক্ষোভ  শুরু করে আন্দোলনকারীরা।

[৪] এ সময় আধাঘণ্টার মধ্যে সড়ক থেকে সরে আসতে আন্দোলনকারীদের আল্টিমেটাম দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। তখন আইনজীবীদের সহায়তায় শিক্ষার্থীরা আদালত ভবনের দিকে যাত্রা করে।

[৫] দেখাগেছে, সকাল ১০ টা থেকে বিভিন্ন স্থান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা পরিষদ ভবনের সামনে জমায়েত হতে থাকে। তখন তারা সড়ক  অবরোধ করে আন্দোলন শুরু করে এবং বিভিন্ন রকম শ্লোগান দিচ্ছিলো। এ সময় তাদের সড়ক ছেড়ে দিতে বলে পুলিশ। তখন আদালত ভবন থেকে আসা আইনজীবীদের একটি মিছিল এসে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ দেওয়া পর  শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেয়।

[৬] পরে আইনজীবী ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থী ও তাদের সমর্থক আইনজীবীরা। ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক উপস্থিত ছিলেন। আন্দোলনের বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। 

[৭] এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরাসরি বিক্ষোভ অংশ না নিলেও বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত আব্দুস সাত্তারের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন।

[৮] অপরদিকে আন্দোলনের বিপক্ষে মিছিল বের করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল মিছিল নিয়ে আইনজীবী ভবনের দিকে আসে। এসময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।  

[৯] এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  

[১০] অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী  বলেন, আমরা কারও স্বাধীন মত প্রকাশে বাধা দিতে আসিনি। আদালত ভবনে দুইশ বছরের পুরনো অনেক নথি রয়েছে যা, সুরক্ষার জন্য আমরা সচেষ্ট থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়