আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: [২] এ মন্তব্য করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আরও বলেন, সমাধানকৃত বিষয়ে একটি গোষ্ঠী সারা দেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। এ নাশকতায় সাধারণ ছাত্ররা জড়িত ছিল না। নাগরিক হিসেবে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদের বোঝাতে হবে যেন তারা গুজবে প্ররোচিত না হয়।
[৩] কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
[৪] এসময় মেয়র সহিংসতা, নাশকতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
[৫] মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. এমদাদুল হক। দোয়া মাহফিলে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলগণ ও মসিকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে