শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০২ মে, ২০২২, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে সুতা উৎপাদনকারি কারখানায় অগ্নিকাণ্ড

মোশতাক আহমেদ : [২] সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার মিতা স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

[৩] খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার স্টেশনের আটটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

[৪] কারখানাটির সহকারি ব্যবস্থাপক ফখরুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে সাতটার সময় ঝুটের গুদাম থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে কারখানাটির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। 

[৫] খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) কারখানাটি পরিদর্শন করেন।

[৬] ফায়ার সার্ভিসের রূপগঞ্জ জোনের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, ঈদের ছুটিতে কারখানাটি বন্ধ থাকায় কোন শ্রমিক ছিলো না। শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে কয়েকজন নিয়োজিত ছিলেন। সকালে প্রবল ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কারখানায় মজুদকৃত বিপুল পরিমান ঝুট, সুতা, তুলা ও বেশ কয়েকটি মেশিন পুঁড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করা যাবে। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়