শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশ্বরদীতে গ্রেপ্তার আতংকে ঘরছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী: [২] শিক্ষার্থীদের আন্দোলন সংশ্লিষ্ট হয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীর ঘরে ঘরে তল্লাশির পাশাপাশি ধরপাকড় চলছে। তাই পাবনার ঈশ্বরদী উপজেলায় আবারও ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মী। 

[৩] রোববার থেকে শুক্রবার পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে বাসাবাড়িতে থাকছেন না।  

[৪] উপজেলার ৩-৪ জন বিএনপি-জামায়াত নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ও সংহতি জানালেও এই আন্দোলনে তাদের সংশ্লিষ্টতা নেই। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীকে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। 

[৫] পৌর বিএনপির সাবেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার থেকে নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি ও গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] পাকশী বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান টুটুল সরদার বলেন, কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। কিন্তু কোনোভাবে বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়। মূলত সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। 

[৭] ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ঢুকে পড়ে নাশকতার পরিকল্পনা করছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়