শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ একজনের সন্ধান মেলেনি

ফাইল ছবি

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপের নৌ-পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নুর মোহাম্মদের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানা যায়।

[৩] বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। তবে তার সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। 

[৪] এর আগে বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরই ট্রলার মাঝিসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

[৫] সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিন দ্বীপের সাদ্দাম হোসেনের মালিকাধিন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এ সময় সেন্টমার্টিনের উদ্দেশে ট্রলারটিতে ১১ জন যাত্রী ওঠেন। এছাড়া ট্রলারটিতে ছিলেন ছয় জেলে। ১৭ জনের ট্রলারটি বিকেলের দিকে শাহপরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

[৬] সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই সেন্টমার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি সার্ভিস বোটে উদ্ধার তৎপরতা চালিয়ে যায়। বিকেল ৫টা পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

[৭] কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ একজনের উদ্ধার কাজ চলমান রয়েছে।

[৮] এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে সবাই একযোগে কাজ করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়