শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০২ মে, ২০২২, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় ফেনসিডিলসহ ৩ মাদককারবরী আটক 

মোশতাক আহমেদ : [২] নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

[৩] গ্রেপ্তারকৃত হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার গজারিয়া গ্রামের আলী হোসেন, একই জেলার কোতয়ালী থানার জালুয়াপাড়া গ্রামের মো. শামসুজ্জামান @ মতিন (৪৫) ও বুড়িচং থানার দুর্গাপুর গ্রামের মো. আকবর হোসেন (২৪)। 

[৪] গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি পিকআপ গাড়ীযোগে কুমিল্লা হতে নারায়ণগঞ্জ এর দিকে ফেন্সিডিল এর চালান নিয়ে আসছে। পরে সোমবার (২ মে) রাত ২টার দিকে ফতুল্লা থানা এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী তল্লাশী করে সামনের বসার সিটের নীচে প্লাস্টিক ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং মাদক সরবারহের কাজে ব্যবহৃত ওই পিকআপটিও জব্দ করে র‌্যাব।  

[৫] র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা) এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ  পিকআপ গাড়ীযোগে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়