রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] নীলফামারীর ডোমারে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
[৩] বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ডোমার হৃদয়ে স্বাধীনতা চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে ডোমার শহর প্রদক্ষিণ করে।
[৪] এরপর মিছিল শেষে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। এতে করে চলাচলকারী একমাত্র রাস্তাটি সর্ব সাধারনের চলাচলে বিঘ্ন ঘটে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা বাতিলের দাবী জানান।
[৫] এদিকে সারাদেশে অবরোধ কর্মসুচীর অংশ হিসেবে ডোমার থেকে দুর পাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মানুষজনকে পায়ে হেটে কর্মস্থলে যেতে হয়েছে। তবে অটো ও রিক্সা চলাচল স্বাভাবিক ছিল। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস