শিরোনাম
◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে! ◈ চারদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম ◈ এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান! ◈ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রণ পেলেন যারা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ সুপার’সহ আহত ১৫

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার ও ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 

[৪] এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারী রাহি নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের কানাইখালি এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাশে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রম করে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা উভয়পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। 

[৬] এসময় গুলিবিদ্ধ হয় রাহি নামে এক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় আন্দোলন করার সময় পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ তিন আন্দোলনকারীকে তাদের হেফাজতে নিয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়