শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ- গুলি, সাংবাদিকসহ অর্ধশত আহত

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। ঘন্টাখানেক অবস্থান করার এক পর্যায়ে কুমিল্লা জেলা পুলিশ ও বিজিবি  শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় ২ সাংবাদিকসহ অর্ধ শত শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

[৩] বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শত শত শিক্ষার্থীর কোটবাড়ি মহাসড়কে   অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলেও তারা সড়ক থেকে না সরে বিক্ষোভ প্রদর্শন করছে। স্লোগানে স্লোগানে উত্তপ্ত  উঠেছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা। 

[৪] দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এতে আহত হয় ১৩ জন শিক্ষাথী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল জানান, সংখ্যায় কতজন আহত হয়েছে তাদের নাম বলতে পারছিনা। তবে আমাদের ধারণা ৫০ জনের বেশি শিক্ষার্থী হাসপতালে চিকিৎসা নিচ্ছে।

[৫] নাঈমা নামে আরেক শিক্ষার্থী বলেন, আমার সহপাঠী সনিয়ার পায়ে গুলি পড়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় রিক্সা করে কোনরকম মেডিকেলে নিয়ে গেছে। এখন সে কেমন আছে জানিনা। তবে আমরা আমাদের দাবি না আদায় পর্যন্ত রাস্তা ছাড়বোনা।

[৬] এদিকে, আজ  সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছিল। এ সময় পুলিশ, বিজিবি ও র‍্যাব শিক্ষার্থীদের সরাতে টিয়ারশেল ও কয়েকশ রাবার বুলেট ছোড়ে। এতেও পিছু হটেনি আন্দোলনকারীরা। এখনও থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

[৭] ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত অর্ধশত। সংবাদ সংগ্রহে গিয়ে আহত হয়েছেন বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ ও ঢাকা পোস্টের প্রতিনিধি আরিফ আজগরসহ আরও কয়েকজন সাংবাদিক। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সাথে শিক্ষার্থীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। 

[৮] হামলার বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি এবং ক্ষুদেবার্তা দিলেও এর কোন উত্তর পাওয়া যায়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়