নিজস্ব প্রতিবেদক: জেলার পলাশে জয় মৃধা নামে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পলাশ উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে। তিনি পারুলীয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জয় মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার কোনো খোঁজ না পেয়ে সকালে থানা পুলিশকে জানায় পরিবারটি। এদিকে বুধবার দুপুরে স্থানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।