শিরোনাম
◈ বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২৭ ◈ আরব আমিরাতে রমজানে অর্ধেক দামে ১০ হাজার পণ্য বিক্রির ঘোষণা ◈ বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে চায় চীন ◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পুড়াল আন্দোলনরত শিক্ষার্থীরা

মোশতাক আহমেদ শাওন : নারায়ণগঞ্জে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা লেখক জাফর ইকবালের লিখিত বেশ কয়েকটি বই পুড়িয়ে দিয়েছে। এসময় জাফর ইকবালের উদ্দেশ্যে “আমরা নই রাজাকার, জাফর ইকবাল স্বৈরাচার, জাফর ইকবাল রাজাকার, আমরা নই রাজাকার, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে” সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে চাষাঢ়া গোলচত্বরে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় জাফর ইকবাল রচিত “রাশা, বুবুনের বাবা” সহ ১৫-২০টি বই পুড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা।

প্রসঙ্গত, কোটা আন্দোলনকারীরা স্লোগানে নিজেদের রাজাকার দাবি করায় আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবেন না বলে অতি সম্প্রতি মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ বিষয়ে তার একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার মানুষের ওয়ালে ঘুরছে ওই লেখা।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরের সন্তান জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।

তিনি আরও লিখেছেন, আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়