শিরোনাম
◈ এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান! ◈ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রণ পেলেন যারা ◈ বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২৭ ◈ আরব আমিরাতে রমজানে অর্ধেক দামে ১০ হাজার পণ্য বিক্রির ঘোষণা ◈ বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে চায় চীন ◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১১:২২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির শিখন সভা এবং প্রকল্প সমাপনী অনুষ্ঠান

সুবর্ণা হামিদ: [২] পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সিলেট বিভাগীয় পর্যায়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি  সিলেটে অনুশীলনসমূহের শিখন সভা এবং সিলেট বিভাগের প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ তারিখে সিলেটের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং প্রধান স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। মোট ৭১ জন অংশগ্রহণকারী ইভেন্টে প্রধান অতিথি ছিলেন।

[৩] জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি সিলেটের সিভিল সার্জন ডা. মানেসার চৌধুরী।

[৪] অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন এবং সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আকম হোসেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে বিভিন্ন উপায়ে (যেমন দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, ইত্যাদি) প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হিজড়া, দলিত, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিগণ তাদের সফলতার গল্প, কার্যক্রম এবং চাহিদা তুলে ধরেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রফিক সভাপতিত্বে সভাটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন যস্তু সোশ্যালয় ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আল আমিন হোসেন এবং সঞ্চালনা করেন সাখাওয়াত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়