শিরোনাম
◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট ◈ ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ ◈ বৈশ্বিক ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি  ◈ নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ  ◈ নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান মৌজা হেডম্যানের ছেলে অপহরণ

বাবুল খান, বান্দরবান: [২] বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকা থেকে ইকোভেলী রিসোর্ট-রেস্টুরেন্টের ব্যবসায়ী মংটিং মারমা (৩৮) নামে এক যুবক কে অপহরণ করার খবর পাওয়া গেছে। অপহৃত মংটিং মারমা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরীর ছেলে। 

[৩] মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার সময় সুয়ালক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গনেশ পাড়া এ ঘটনা ঘটে। 

[৪] সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, সুয়ালক গণেশ পাড়ায় অপহৃত মংটিং মারমা নিজস্ব জায়গায় ইকো ভ্যালী রিসোর্ট নামে ব্যাবসায়িক উদ্দেশ্যে একটি রেস্টুরেন্টে তৈরীর কাজ করছেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দিয়ে তাকে গণেশ পাড়ার পশ্চিম পাহাড়ের দিকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় বলে জানান তিনি । 

[৫] অপহৃত মংটিং মারমা’র বাবা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরী জানান, ইকোভেলীর রিসোর্ট এর কর্মচারীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জানিয়েছে রিসোর্ট থেকে ১শ গজ দুরে থেকে সন্ত্রাসীরা তার ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। তার ছেলের ব্যবহৃত মুঠোফোন টিও বন্ধ পাওয়া যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য থানায় যাচ্ছেন বলে জানান তিনি। 

[৬] বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থওপ্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তিনিও শুনেছেন সুয়ালক থেকে একজনকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেউ এখনো থানায় অভিযোগ করেননি। তারপরও পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়