শিরোনাম
◈ জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীলনকশা, আত্মগোপনে থেকে নানকের বিবৃতি ◈ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাদের পদ পাওয়ার অভিযোগ ◈ ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার, সতর্ক থাকার আহ্বান  ◈ রাতে মালদ্বীপের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে  বাংলাদেশ ◈ শ্রীলঙ্কা টি-টেন ক্রিকেটে সৌম্য-সাকিবদের সূচি চূড়ান্ত  ◈ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড ঘোষণা, নেই হোল্ডার ◈ পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ◈ জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না : নতুন প্রস্তাবনা ◈ বিসিবির কোচ হওয়ার অপেক্ষায় থাকি, কর্তৃপক্ষ আমাদের ডাকে না: রফিক ◈ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দফা বন্যায় মুখ থুবড়ে পড়েছে সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: তিন দফা বন্যায় মুখথুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রীজ-কালভার্ট। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটের লাখো মানুষের।

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। যা মেরামত করতে খরচ হবে ২০০ কোটি টাকার উপরে।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চল গত ২৭ মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এর পর ১৫ জুন দ্বিতীয় দফা এবং ২৭ জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘর-বাড়ি ও গবাদিপশুর লোকসানের পাশাপাশি বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে সিলেটের যোগাযোগব্যবস্থার। 

অনেক জায়গায় পাকা রাস্তা দেবে গেছে, পানির স্রোতে রাস্তা পিচ উঠে গেছে। আবার অনেক জায়গায় সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যার ফলে মুখথুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী এ. কে. এম. সহিদুল ইসলাম জানান, বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া ২৪২ মিটার ব্রীজ-কালভার্টের ক্ষতি হয়েছে। যার মেরামতে ১১৮ কোটি টাকা প্রয়োজন হবে। তবে এ পরিমান আরো বাড়তে পারে। 

সিলেট সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী জানান আমির হোসেন, বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার বেশি ক্ষতি হয়েছে। জেলার ৫৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আর্থিক হিসেবে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি। ক্ষতিগ্রস্থ রাস্তার স্থায়ীভাবে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রয়োজন ৩৮০ কোটি টাকার ওপরে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়