শিরোনাম
◈ চোর ধরার আড়াই কোটি টাকার ৪২০ সিসি ক্যামেরা চুরি ◈ ‘আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ’ ◈ ‌‌‌‘দুলাল ‘ক্রেতার পছন্দ মত’ শিশু চুরি করে বিক্রি করতেন’ ◈ আগামীকাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ টি প্রতিষ্ঠান ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নতুন ছাত্রসংগঠন ◈ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া (ভিডিও) ◈ স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান (ভিডিও) ◈  ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেললেন সজীব ওয়াজেদ জয় ◈ দুই প্ল্যাটফর্ম থেকে সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দল, থাকছেন না সাবেক শিবির নেতারা ◈ সেনা সদস্যরা দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে: সেনা প্রধান (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৯:১৮ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ আটক ১

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা: ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

রোববার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাধঁ সংলগ্ন চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ সে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে ৷ 

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সিজার হোসেন ও এসআই মো. হেলালুর রহমান সঙ্গীয় ফোর্স যাত্রীবাহী একটি অটোরিক্সাতে তল্লাশী চালিয়ে তাকে আটক করে৷ এসময় তার সাথে থাকা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়৷ যার আনুমানিক মূল্য উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা৷

ওইদিন দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান, বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাব্বারুল ইসলাম৷ তিনি আরো জানান, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়