শিরোনাম
◈ আগামীকাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ টি প্রতিষ্ঠান ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নতুন ছাত্রসংগঠন ◈ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া (ভিডিও) ◈ স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান (ভিডিও) ◈  ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেললেন সজীব ওয়াজেদ জয় ◈ দুই প্ল্যাটফর্ম থেকে সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দল, থাকছেন না সাবেক শিবির নেতারা ◈ সেনা সদস্যরা দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে: সেনা প্রধান (ভিডিও) ◈ নোয়াখালীতে মাজারে হামলা-অগ্নিসংযোগের মামলায় ৭ আসামি কারাগারে  ◈ টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা ◈ কোপা দেল রের প্রথম লেগের সেমিতে কষ্টের জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: [২] ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের আদর্শ বালিকা স্কুলের জয়নুল আবেদীন টিটন নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। 

[৪] ২০১০ সালে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকে গত ১৪ বছর যাবত ওই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি নিপীড়নসহ ছাত্রীদের নানাভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিলেন ওই শিক্ষক। গত শনিবার একটি জাতীয় দৈনিকের শেষের পাতায় ওই নিপীড়কের ছবিসহ "যৌন নিপীড়নের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে "শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।

[৫] এরপর থেকেই মুখ খোলার সাহস সঞ্চয় শুরু করে তার দ্বারা নির্যাতিত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। রোববার তাদের ১২ জন ফরিদপুরের পুলিশ কর্মকর্তাদের কাছে হাজির হয়ে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলেন এবং লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ওই প্রধান শিক্ষকে।

[৬] ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় জয়নুল আবেদিনকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৭] শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন দশম শ্রেণির একাধিক ছাত্রী। নিজের ও পরিবারের মানসম্মানের ভয়ে এতদিন তারা মুখ খুলেননি। রোববার  দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে একাধিক শিক্ষার্থীর অবস্থান  করতে দেখা যায়।

[৮] এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি অভিযোগ দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়