শিরোনাম
◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট ◈ ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহাবুব সুলতান, কোটালীপাড়া: [২] কোটালীপাড়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন এর আযোজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি এ সংবর্ধনার আয়োজন করেন।

[৩] রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল চন্দ্র বিশ্বাস।  

[৪] ম্যানেজিং কমিটির সভাপতি ও কোটালীপাড়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল শেখ এর সভাপতিত্বে ও মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের শিক্ষক স্বপন বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন গোপালপুর করিমুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস, কাজী মন্টু মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমল হালদার, রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের সাবেক সভাপতি অনন্ত কুমার হালদার, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দীন, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ বাড়ৈ,সোনাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসরিনা খানম, শিক্ষক হাসান মোহাম্মদ সাইফ উদ্দিন, এলাকার বরেন্দ্র ব্যক্তিত্ব মো: আবুবক্কর সিদ্দিক, অভিভাবক মো: আব্দুর সামাদ সিকদার, মো: আলমগীর হোসেন, দুলাল মল্লিকসহ প্রমূখ বক্তব্য রাখেন। 

[৫] আলোচনা সভা শেষে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫ জন  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়