শিরোনাম
◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার আলোচিত কৃষকলীগ নেত্রী হালিমা রহমান দল থে‌কে ব‌হিষ্কার

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার খা‌লিশপু‌রে ধর্ষন ও মাদক মামলার আসামী‌দের ছি‌নি‌য়ে নেয়া, পু‌লি‌শের কা‌জে বাধা দেয়ার অ‌ভি‌যো‌গে আটক আলো‌চিত কৃষকলীগ নেত্রী হা‌লিমা রহমান‌কে কৃষকলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সাংস্কৃ‌তিক সম্পাদক পদ থে‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে। র‌বিবার কৃষকলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির দপ্তর সম্পাদক রেজাউল ক‌রিম রেজা স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ ব‌হিস্কারের নি‌র্দেশ দেয়া হয়। 

[৩] গত ১১ জুলাই রাত সা‌ড়ে ১১টায় হা‌লিমা রহমা‌নের বহুতল বি‌শিষ্ট ভব‌নে মাদক ও ধর্ষনকারী সহ একাধীক মামলার আসা‌মিরা আত্ম‌গোপন ক‌রে ছিল, এমন অভিযো‌গে খা‌লিশপুর থানার ওসি মোঃ আ‌নোয়ার হো‌সে‌নের নের্তৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম হা‌লিমা রহমা‌নের বাসায় অভিযান চালা‌তে গে‌লে হা‌লিমাসহ বেশ কিছু হিজড়া ও ক‌র্মি সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চা‌লি‌য়ে একজন আসামী ছি‌নি‌য়ে নেয়। 

[৪] প্রায় ১ ঘন্টা ভব‌নের লিফ‌টে পু‌লিশ টিম‌কে আটকে রাখা হয়। প‌রে পু‌লি‌শের উর্দ্ধতন কর্মকর্তা এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় তিনজন পু‌লিশ সদস‌্য আহত হয়। এ ঘটনায় হা‌লিমা রহমানসহ ১৫ জন‌কে আটক ক‌রে পু‌লিশ। সরকা‌রি কা‌জে বাধা দেয়ার অভি‌যো‌গে মামলায় ১ নং আসামী করা হয় হা‌লিমা রহমানকে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়