শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাট ক্ষেতে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহী মহানগরীতে পাটের ক্ষেতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষক রাকিবকে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ। রকি (২৮) বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।

[৩] রোববার(১৪ জুলাই) সকাল ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] আরএমপি'র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী রকিবের প্রতিবেশী। 

[৫] বেশ কিছুদিন থেকে লম্পট রাকিব ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।

[৬] মামলা পরবর্তী বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। রোববার  সকালে অভিযান পরিচালনা করে আসামি রকিকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়