ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার দায়ে রাশেদ কবির (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
[৩] রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
[৪] রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
[৫] সাজাপ্রাপ্ত আসামি রাশেদ কবির ময়মনসিংহের ত্রিশালের বৈলারচরপাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে।
[৬] আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় মধুখালীর বড় গোপালদি গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে একই উপজেলার রায়পুরের বকসীপুর এলাকার একটি পতিত জমি থেকে নয়নের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারী মধুখালী থানায় নয়নের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
[৭] সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করে আদালত। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
প্রতিনিধি/একে