শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে কাউন্সিলরের ছেলের মৃত্যু, বাড়ছে রোগীর সংখ্যা

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানু'র ছেলে।

[৩] রোববার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল্লাহ’র জ্বর হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর গতকাল বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু পজিটিভ আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

[৫] বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২১ জন গত ১৪ দিনে আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া এই প্রথম বান্দরবান হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

[৬] আরও জানানো হয়, চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আর্মী পাড়া,ওয়াপদা ব্রীজ এলাকার বাসিন্দা।

[৭] শিশু আব্দুল্লাহ’র মৃত্যুর বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, রোগীকে দেরীতে হাসপাতালে আনা হয়েছিল। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। গতকাল একেবারে শেষ মুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়