শিরোনাম
◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার ◈ বাজারে প্রবাহ বাড়ায় ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে ◈ উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী: রুহুল কবির রিজভী ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে ◈ ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল ◈ ওয়ানডে থেকে বিদায় নেয়ায় মিরপুরে মুশফিক ‘গার্ড অব অনার’ পেলেন  ◈ সাবেক গভর্নর আতিউরসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা হ্রাস করল জাতিসংঘ ◈ রাজধানীতে নিরাপত্তার জোরদার,  গ্রেফতার ১৮৭, মামলা ৬৪ ◈ ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব সম্পর্কিত বিশ্ব সভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে কাউন্সিলরের ছেলের মৃত্যু, বাড়ছে রোগীর সংখ্যা

বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানু'র ছেলে।

[৩] রোববার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল্লাহ’র জ্বর হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর গতকাল বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু পজিটিভ আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

[৫] বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২১ জন গত ১৪ দিনে আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া এই প্রথম বান্দরবান হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

[৬] আরও জানানো হয়, চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আর্মী পাড়া,ওয়াপদা ব্রীজ এলাকার বাসিন্দা।

[৭] শিশু আব্দুল্লাহ’র মৃত্যুর বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, রোগীকে দেরীতে হাসপাতালে আনা হয়েছিল। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। গতকাল একেবারে শেষ মুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়