শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে নৌকার মাঝি নিহত

অলক কুমার, টাঙ্গাইল: [২] টাঙ্গাইলে বিদ্যুতের তারে নৌকার মাঝি নিহত হয়েছে। এতে আহত হয়েছে দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ আরো অনেকেই। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মো.লোকমান হোসেন। 

[৩] স্থানীয়রা জানান উপজেলার ফতেপুর গ্রামে বন্যার পানিতে ভেসে থাকা বিদ্যুতের তারে মাঝির নগির সাথে বিদ্যুতায়িত হয়ে নৌকার মাঝি নিহত হয়েছে।এই ঘটনায় সাবেক চেয়ারম্যান লাবুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

[৪] শনিবার (১৩ জুলাই) সন্ধার সময় সদর উপজেলার দাইন্যা গ্রামের চর ফতেপুর বিলে এঘটনা ঘটে। নিহত কাতুলী ইউনিয়ন আলোকদিয়া গ্রামের সামছুলের ছেলে হাসান আলী।

[৫] সাবেক চেয়ারম্যান লাবু বলেন, নৌকায় বেশ কয়েকজন ছিলাম। হঠাৎ করে মাঝির নগির সাথে বিদ্যুতায়িত হয়ে নৌকার থেকে ছিটকে পড়ে যায়। এরপর হুড়াহুড়িতে অনেকেই আহত হন। এরপর আমরা এলাকাবাসী মিলে কয়েক ঘন্টা পানিতে খোজাখুজি করে মরদেহ উদ্ধার করি।

[৬] এবিষয় টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মো.লোকমান হোসেন বলেন বিদ্যুতের তার কিছুটা নিচে ছিল। এদিকে বিলের পানি উপচে থাকায় স্বাভাবিকভাবে বিদ্যুতের তার নিচু হয়েছে আর সেখান দিয়ে যাওয়ার পথে মাঝির হাতে নৌকা বেয়ে যাওয়া নগির সাথে তারে বিদ্যুতায়িত হয়ে পড়লে মাঝি ছিটকে বিলের পানিতে পড়ে যায়। তারপর তাকে এলাকাবাসী খোজাঁখুজি করে তার মৃতদেহ উদ্ধার করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়