শিরোনাম
◈  ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেললেন সজীব ওয়াজেদ জয় ◈ দুই প্ল্যাটফর্ম থেকে সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দল, থাকছেন না সাবেক শিবির নেতারা ◈ সেনা সদস্যরা দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে: সেনা প্রধান (ভিডিও) ◈ নোয়াখালীতে মাজারে হামলা-অগ্নিসংযোগের মামলায় ৭ আসামি কারাগারে  ◈ টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা ◈ কোপা দেল রের প্রথম লেগের সেমিতে কষ্টের জয় রিয়াল মাদ্রিদের ◈ চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন ◈ দেশের জন্য, ভালোর জন্য সেনাপ্রধানের কথা তো আমরা শুনতে চাই: মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান ◈ ১০৪ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি ◈ বৃষ্টিতে আজ ভেসে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ!

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা, রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকায় কলেজ শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার সামনে এ কর্মসূচী পালন করেন তারা।

রাফিত ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ এলাকার আবুল বাশার মিয়ার ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় রাফিতের বাবা আবুল বাশার বাদী হয়ে রাজধানীর শাহআলী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার প্রধান আসামি রাজিন ইকবালকে (১৮) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাফিতের দাদা আব্দুল মোতালেব, বাবা আবুল বাশার ও মামা নুরুজ্জামান প্রমূখ।

মানবন্ধনের বক্তারা বলেন, গত ৬ জুলাই কলেজের ক্যাপ্টেনসি নিয়ে দ্বন্দের জেরে সহপাঠি চৌধুরী রাজিন ইকবাল ও তার বাবা ইকবাল আহমেদ চৌধুরী শিক্ষার্থী রাফিতকে কমার্স কলেজের পাশে তাঁদের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে আগের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে পুনরায় বাগবিতন্ডা হয়। একপর্যায়ে রাজিন ধারালো বটি দিয়ে কুপিয়ে জুবায়েরকে হত্যা করেন। যারা রাফিতকে নৃশংস ভাবে হত্যা করেছে এবং যারা জড়িত আছে তাদের দ্রুত ফাঁসির দাবি করছি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়