মোবারক হোসেন, খাগড়াছড়ি: [২] খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর মো. জিসান (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল। জিসান গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।
[৩] শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বাসটার্মিনাল সংলগ্ন শান্তিনগর মাঝির ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
[৪] খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের মো. জমির উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে বেলা ১২টার কিছু আগে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরী দল এসে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে করা হয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৫] খাগড়াছড়ি পৌর সভার প্যানেল মেয়র মো. শাহ আলম জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে চেঙ্গী নদীর পানি বাড়লে ‘শান্তিনগর মাঝির ঘাঠ’ নামকস্থানে একজন/ দুইজন যুবক নিখোঁজ হয়। গত বছরও দুইজন যুবক নিখোঁজ হয়েছিলো। খাগড়াছড়ি জেলাতে কোনো ডুবুড়ী দল নেই। নদীতে বা পুকুরে কোনো ডুবে যাওয়ার দুর্ঘটনা ঘটলে পাশের জেলা রাঙ্গমাটি থেকে ডুবুড়ী দল এনে কাজ করতে হয়।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :