শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে একসঙ্গে ৩ পুত্র সন্তানের জন্ম দিলেন সোমা

মনজুরুল ইসলাম, নাটোর: [২] জান্নাতুল সোমা (২৭) নামে এক মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ পুত্র শিশুর জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুসহ তাদের মা সুস্থ্য রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

[৩] গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিশু তিনটির জন্ম হয়। 

[৪] জান্নাতুল সোমা নাটোর শহরের আলাইপুর এলাকার তামিম হোসেনের স্ত্রী।

[৫] পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসব ব্যাথা শুরু হলে তার স্বামী তামিম হোসেন চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে তিনটি ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও তিন জমজ শিশু সুস্থ্য রয়েছে।

[৬] শিশুদের বাবা তামিম হোসেন বলেন, আমাদের যমজ তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে। আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। আল্লাহের রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ্য রয়েছে। তবে একসঙ্গে তিন সন্তান কীভাবে লালন-পালন করবো তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। 

[৭] তিনি আরও বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের তিনটি বাচ্চা হবে। সেজন্য প্রস্তুতি নিয়ে রেখে ছিলাম। তিনটি বাচ্চা গর্ভে থাকায় শিশুদের মায়ের কিছুটা কষ্ট হয়েছে। বর্তমানে আমার স্ত্রী সুস্থ্য রয়েছে। আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়