শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ

বাবুল আক্তার, চৌগাছা (যশোর): [২] যশোরের চৌগাছা ভারত সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোর মাদ্রাসা ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] ফেরত দেওয়া মাদ্রাসা ছাত্ররা হলো ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন ১৫৬ আমবাগ নীলনগর ১৩৪৬ অঞ্চল ০৭ কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৭) ও মাগুরা জেলার শালিকা উপজেলার গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯)।

[৪] তারা চৌগাছায় তাবলিগ জামাতে গিয়ে নিজেদের অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

[৫] ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, ‘উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই জন ছাত্র বৃহস্পতিবার বড় কাবিলপুর জামে মসজিদে তাবলীগ জামাত আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেওয়া রয়েছে। তারা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদেরকে লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তান্তর করেন। এদিন সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
এতে ভারতের লক্ষীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফ এর পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।

[৬] শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, এ খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুনু হয় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শেষ হয় ৬.৫৫ মিনিটে। এর পর দুই বাংদেশী কিশোর মাদ্রাসা ছাত্রকে তারা আমাদের জিম্মায় ফেরত দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়