মো: সোহেল, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কামাল মার্কেটের মঞ্জুরুল ইসলামের দোকানে এই হামলার ঘটনা ঘটে।
[৩] ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, কালাদরাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। তার সঙ্গে ১ একর জমি ও করমূল্যা বাজারে চারটি দোকান ভিটি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমার সঙ্গে কোনো বিরোধ নেই। ওদের সাথে বিরোধের সূত্র ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ ও সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিত্রের উপস্থিতিতে চেয়ারম্যানের ছেলে আজাদ (৫৫) ও মালেক (৫৩) সহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায়। এরপর হামলাকারীরা দোকানের টিন কেটে তছনছ করে দোকানে থাকা নগদ টাকা'সহ পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
[৪] অভিযোগের বিষয়ে জানতে চাইতে আনার উল্যাহ চেয়ারম্যানের ছেলে আজাদ বলেন, তাদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ থাকার কারণে আমাদের ফাঁসাতে নিজেদের দোকানে নিজেরা হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়েছে। এই ঘটনায় আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।
[৫] সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিত্র অভিযোগ নাকচ করে বলেন, প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে তারা নিজেরা নিজেদের দোকানে হামলার নাটক সাজায়। এর ভিডিও রয়েছে আমাদের কাছে।
[৬] সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশের থেকে সুবিধা নিতে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অভিযোগ ডাহা মিথ্যা। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :