শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০২ মে, ২০২২, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আবারও কিশোর খুন, বেপরোয়া কিশোর গ্যাং

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীতে প্রতিনিয়ত ঘটছে কিশোর খুনের ঘটনা। কয়েকদিন আগে চেরাগী পাহাড় এলাকায় কিশোর গ্যাং এর নিজেদের মধ্যে বিবাধের ফলে খুন হয় ইভান নামের ১৭ বছরের কিশোর। সামান্য চেয়ারে বসা আর সিনিয়র জুনিয়র নিয়ে সামান্য ঘটনা থেকে খুন। তার ঠিক কয়েকদিন পর আবারও বাকলিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামের এক যুবক খুন হয়েছে।

[৩] রোববার (১ মে) দিবাগত রাত ৯টার দিকে পূর্ব বাকলিয়া ১৮নং ওয়ার্ড জইল্লাপাড়া বজ্রঘোনা ৮নং গলিতে এ ঘটনা ঘটে। নিহত ইমন বাকলিয়া বলি মসজিদ দক্ষিণ পাড়ের বদরুজ মাঝির বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। আসিফ নামে ছুরিকাহত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হক।

[৪] ওসি বলেন, কথা কাটাকাটির জের ধরে দুই জন একে অপরকে ছুরি মারে এই সময় ইমন নামের একজন মারা গেছেন। অন্য একজনকে আটক করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

[৫] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ছুরিকাঘাত প্রাপ্ত ইমন নামে একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

[৬] ইমনের পাড়ার দুঃসম্পর্কের চাচা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নিহত ইমন ফার্নিচার ব্যবসা করতো। গরু কেনার কথা বলে বাসা থেকে ইমনকে ডেকে নিয়ে যায় আসিফ। আমরা পরে খবর পেয়ে ইমনকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়