নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পটিয়া-বোয়ালখালি সড়কের মিলিটারিপুল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রী নিয়ে বোয়ালখালি থেকে অটোরিকশাটি পটিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ ঘটনায় চালক ছাড়া কারও নাম-পরিচয় জানা যায়নি।