শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১০:৩৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান, নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুর সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বাঁধ অপসারণ করেছে প্রশাসন। পরে জব্দ করা ২৭টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৩] বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর শয়তান খালি ঘাট থেকে চন্দ্রপাড়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে নদীর পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

[৫] এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির ও থানা পুলিশের একটি দল সহ মৎস্য দপ্তরের কর্মচারিরা তাঁর সঙ্গে ছিলেন। অভিযানে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হয়। 

[৬] তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সঁটকে পড়েন। পরে নদীর পাড়ে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না দুয়ারির আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।

[৭] সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন জানান, অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৭০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করে বিনষ্ট করা হয়। জালে আটকে পড়া পোনা মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় একটি বাঁধও অপসারণ করা হয়েছে।

[৮] তিনি আরও জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়