মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] মহানন্দা নদী থেকে মিমজান (৬৫) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো নিমগাছী সংলগ্ন মহানন্দা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
[৩] মৃত মিমজান শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর মসজিদ টোলা গ্রামের মৃত জব্দুলের মেয়ে।
[৪] চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুপুরে নামো নিমগাছি গোরস্থান সংলগ্ন মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
[৫] তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :