শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি

এম আর আমিন, চট্টগ্রাম: [২] পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলসহ কোটা আন্দোলনের শিক্ষার্থীরা ২ নম্বর গেটে পৌঁছামাত্রই তাদের লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে আবারও হাতাহাতির ঘটনা ঘটেছে। 

[৩] বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধের জন্য বিকাল ৪টার দিকে বটতলী স্টেশনে জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে টাইগারপাস সড়ক অবরোধের জন্য এগিয়ে যান। বিকালে নগরীর টাইগারপাস মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। 

[৪] একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়ায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে সড়কের ওপর শুয়ে-বসে অবস্থান নেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।

[৫] সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 'বাংলা ব্লকেড' নামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক-রেলপথ অবরোধের কথা ছিল।বিকেল ৪টার দিকে বটতলী রেলস্টেশনে জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে টাইগারপাস সড়ক অবরোধের জন্য এগিয়ে যান। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ তাদের পেছনে এবং সামনে থেকে ঘিরে অবরুদ্ধ করে ফেলে। বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। 

[৬] একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে লালখানবাজার হয়ে ওয়াসা মোড়ের দিকে যেতে থাকেন। তাদের পেছন পেছন দৌঁড়তে থাকে পুলিশ।পরে তাদের ছত্রভঙ্গ করলেও আহত হন কয়েকজন শিক্ষার্থী। একজন নারী পুলিশ সদস্যকেও আহত অবস্থায় দেখা যায়। এরপর শিক্ষার্থীরা ফের মিছিল নিয়ে জিইসি মোড় হয়ে চলে যান দুই নম্বর গেটে। কিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। শিক্ষার্থীরা সেখানে মিছিল নিয়ে পোঁছামাত্র পুলিশ তাদেরকে লাঠিপেটা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

[৭] এদিকে,সড়ক অবরোধ করার ফলে যানজট ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রায় ঘণ্টাখানেক ধরে সড়ক অবরোধের কারণে বহদ্দারহাট, জিইসি, বায়েজিদ, চকবাজার অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়