মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] বুধবার (১০ জুলাই) দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তায় দিয়ে যাতায়াত করতে কয়েকজন পথচারী গন্ধ পায়। পরে তারা নদের পারের কিনারায় পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়ে। খবর পেয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
[৪] বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, নিহতের পরনে ছিল ডোড়াকাটা গেঞ্জি ও উলঙ্গ। ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তাঁকে হত্যা করা হতে পারে। এরপর এখানে মরদেহ ফেলে গেছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :