শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

এএইচ সবুজ, গাজীপুর: [২] গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে, চলমান অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায়, দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা কলেজ শাখা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা।

[৩] মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হাসপাতালের ক্যাফেটেরিয়াতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৪] সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজে ও হাসপাতালের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণেই এখনও পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক ছাত্রাবাস গড়ে উঠেনি।

[৫] তারা জানান, আরও আগেই ক্যাম্পাসের হোস্টেলে তাদের অবস্থান করার কথা থাকলেও, এখনো পর্যন্ত তারা (শিক্ষার্থীরা) ভাড়াকৃত হোস্টেল থাকছেন। এ মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকির সম্মুখীন হতে হয়। ক্যাম্পাস তৈরির বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। কিন্তু পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন এবং মানববন্ধনে অভিযোগ তোলেন।

[৬] সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক ডা: মো: মিজানুর রহমান।

[৭] এ সময় তিনি আরও বলেন, হাসপাতালের বিভিন্ন ধরনের দুর্নীতি ও বিভিন্ন বিষয়ে নিয়ে বিগত কিছুদিন ধরে কথা বললেই একটি মহল তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও চাপ সৃষ্টি করছেন। 

[৮] এছাড়াও সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় তথ্য দিয়ে মিথ্যাচার সৃষ্টি করে ছাত্রলীগের সুণাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

[৯] সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়