শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেদ আলীর ছেলে সিয়ামকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি

সাবরীন জেরীন, মাদারীপুর: [২] প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্ত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলীর ছেলে গ্রেপ্তারকৃত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ডাসার উপজেলা ছাত্রলীগ। তাকে উপজেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

[৩] মঙ্গলবার (৯ জুালাই) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, সিয়ামকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হল।

[৫] এর আগে সোমবার রাতে সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। দীর্ঘ দিন তার বাবার সঙ্গে প্রশ্নফাঁস চক্রে জড়িত অভিযোগে সিয়ামকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহার করতেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রলীগের পদ ব্যবহার করে অনিয়মের অভিযোগ রয়েছে।

[৬] এ ব্যাপারে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, সিয়াম তার বাবাকে প্রতারণার কাজে সহযোগিতা করেছে। সেজন্য তাকে ছাত্রলীগের মতো সংগঠনে রাখা সম্ভব নয়। তাই জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আশা রাখি, অল্প দিনের মধ্যেই তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়া হবে।

[৭] প্রসঙ্গত, সরকারী কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ১৭ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে সরকারী কর্ম কমিশন আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

[৮] মামলার এজহার থেকে আরও জানা যায়, এতে অজ্ঞাতনামা অন্তত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

[৯] প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে আটক করা হয়। গত দুইদিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সিআইডি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়