শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে চোলাই মদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকা থেকে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

[৪] দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৫] গ্রেপ্তাররা হলেন- উপজেলার মিল্কি পূর্ব ধানোড়া গ্রামের মৃত সঞ্চা পাহানের ছেলে শ্রী রহিম পাহান (৪০), একই গ্রামের উপেন পাহার স্ত্রী শ্রী মিনতি রানী (৩৫) এবং স্বপন পাহানের ছেলে শ্রী দিলীপ পাহান (২০)।

[৬] পুলিশ জানান, সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৬ নম্বর চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকার এক বাড়ি থেকে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করে পুলিশ। এসময় মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

[৭] গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়