শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনার ৩ বছর উপলক্ষে দোয়া

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫৪ জন শ্রমিক-কর্মচারী নিহত হওয়ার ঘটনার তিন বছর উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সোমবার (৮ জুলাই) বিকেলে কারখানা চত্ত্বরে এই দোয়ার আয়োজন করে কর্তৃপক্ষ।

[৩] এসময় ঘটনার সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন নিহতদের স্বজনরা। তবে দোয়া মাহফিল শেষে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা কর্তৃপক্ষ।

[৪] উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানার ছয় তলা ভবনে অগ্নিকাণ্ড হয়। আগুন দেখে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে মৃত্যু হয় আরও ৫১ জনের।

[৫] এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির তৎকালিন পরিদর্শক নাজিম উদ্দিন বাদি হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। পরবর্তীতে ২০২৩ সালে তদন্তকারি সংস্থাটি সিআইডি পুলিশআদালতে অভিযোগপত্র দাখিল করলেও মামলা থেকে বাদ দেয়া হয় আবুল হাসেমসহ তার ছেলেদের। বর্তমানে আদালতে মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়