শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনার ৩ বছর উপলক্ষে দোয়া

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫৪ জন শ্রমিক-কর্মচারী নিহত হওয়ার ঘটনার তিন বছর উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সোমবার (৮ জুলাই) বিকেলে কারখানা চত্ত্বরে এই দোয়ার আয়োজন করে কর্তৃপক্ষ।

[৩] এসময় ঘটনার সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন নিহতদের স্বজনরা। তবে দোয়া মাহফিল শেষে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা কর্তৃপক্ষ।

[৪] উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানার ছয় তলা ভবনে অগ্নিকাণ্ড হয়। আগুন দেখে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে মৃত্যু হয় আরও ৫১ জনের।

[৫] এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির তৎকালিন পরিদর্শক নাজিম উদ্দিন বাদি হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। পরবর্তীতে ২০২৩ সালে তদন্তকারি সংস্থাটি সিআইডি পুলিশআদালতে অভিযোগপত্র দাখিল করলেও মামলা থেকে বাদ দেয়া হয় আবুল হাসেমসহ তার ছেলেদের। বর্তমানে আদালতে মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়