শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ২০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী  জাল জব্দ করা হয়েছে। 

[৩] সোমবার (৮ জুলাই) দুপুরে  উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশনন্দী ফেরিঘাটে মৎস অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকালে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দকালীন সময়ে জালের আশেপাশে কাউকে পাওয়া যায়নি বিধায় আটক করা সম্ভব হয়নি।

[৪] উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এমনিতেই নদীতে পানির পরিমান কম থাকায় দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী বা রিং জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস্য শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকারের মা মাছ ও মাছের পোনা এতে আটকা পড়ে জীববৈচিত্রময় হুমকির সম্মুখীন হচ্ছে।

[৫] তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়