শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক 

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার ডুমুরিয়া শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম হত্যাকাণ্ডে তার স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বিগত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ, সর্বশেষ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

[৩] এর মধ্যে জেলা ডিবি পুলিশ এজাহারভুক্ত আসামি উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ওরফে তারা’কে আটক করেছে। সোমবার সকালে ব্যক্তিগত অফিসকক্ষ থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কোনও তথ্য দিতে রাজি হয়নি। এর আগে, রবিবার (০৭ জুলাই) রাতে হত্যার ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের হয়। 

[৪] নিহত চেয়ারম্যান রবিউল ইসলামের স্ত্রী জানান, বিষয়টি পলিটিক্যাল ভায়োলেন্স। নির্বাচনকালীন বিরোধীপক্ষ যারা ছিল তারাই আমার স্বামীকে হত্যা করতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিপক্ষ ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিপক্ষ ছিল তারাই হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

[৫] জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে খুলনার ভাড়াবাড়িতে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া এলাকায় রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। শরাফপুরে নিজের বাড়ি থাকলেও তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে খুলনা নিরালা আবাসিক এলাকার ভাড়াবাড়িতে বসবাস করতেন।

[৬] ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়