শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক 

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার ডুমুরিয়া শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম হত্যাকাণ্ডে তার স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারে বিগত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ, সর্বশেষ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

[৩] এর মধ্যে জেলা ডিবি পুলিশ এজাহারভুক্ত আসামি উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ওরফে তারা’কে আটক করেছে। সোমবার সকালে ব্যক্তিগত অফিসকক্ষ থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কোনও তথ্য দিতে রাজি হয়নি। এর আগে, রবিবার (০৭ জুলাই) রাতে হত্যার ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের হয়। 

[৪] নিহত চেয়ারম্যান রবিউল ইসলামের স্ত্রী জানান, বিষয়টি পলিটিক্যাল ভায়োলেন্স। নির্বাচনকালীন বিরোধীপক্ষ যারা ছিল তারাই আমার স্বামীকে হত্যা করতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিপক্ষ ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিপক্ষ ছিল তারাই হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

[৫] জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে খুলনার ভাড়াবাড়িতে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া এলাকায় রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। শরাফপুরে নিজের বাড়ি থাকলেও তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে খুলনা নিরালা আবাসিক এলাকার ভাড়াবাড়িতে বসবাস করতেন।

[৬] ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়