শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সিএমপির শান্তি ফিরে আসবেই

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম আজ সিএমপি মাল্টিপারপাস শেডে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন সাংবাদিক ও পুলিশের একই কাজ তাই সাংবাদিক পুলিশকে সহযোগিতা করবে পুলিশ সাংবাদিককে সহযোগিতা করবে তাহলেই অপরাধ অনেকটাই দমন করা সম্ভব হবে। 

[৩] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সম্প্রতি সময়ে ফেসবুকে শিশু হারানোর যে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেটি গুজব, তিন থেকে চারটা ফেসবুক গ্রুপ গুজব ছড়িয়েছে তাদেরকে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে, হারানো অভিযোগের মধ্যে বেশিরভাগই প্রেম ঘটিত এবং কিছু শিশুরা বাড়িতে না বলে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল তারা আবার একদিন দুইদিন চারদিন পর ফিরে এসেছে।

[৪] সিএমপিতে কিছু পুলিশ কর্মকর্তাদের অঢেল সম্পদের ব্যাপারে দুদকের মামলা হয়েছে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যক্তিগত কোন দায় সংস্থা নিবে না যার দায় তার এ ব্যাপারে তিনি বেশি কিছু বলেননি। তিন মাসের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলার একটি নজির স্থাপন করবে বলে ব্যক্ত করেন সিএনপি কমিশনার। 

[৫] এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সিএনপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়