শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:২২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিদস্যু যেই হোক না কেন, কোনো ছাড় নয়: নিক্সন চৌধুরী 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ভাংগায় খলিফা বানাইনি, খলিফা বানাবো না। এই খলিফারাই কাজী জাফর উল্লাহকে ডুবিয়েছে। ভাংগায় কোন খলিফা দেখতে চাই না। এছাড়া ভূমিদস্যু যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।’

[৩] রোববার(৭ জুলাই) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

[৪] নিক্সন চৌধুরী বলেন, জনগণের জানমালের রক্ষা করার দায়িত্ব আমাদের। জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন উন্নয়ন করার জন্য। এই উন্নয়ন করার পিছনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রয়েছে। সুতরাং, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সমন্বয়ে কাজ করে যেতে হবে। বিগত উপজেলার চেয়ারম্যানরা যেভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন, আমি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি অনুরোধ করবো তারা যেন পূর্বের চেয়ারম্যানদের মতোই সকলের সঙ্গে সমন্বয় রেখে জনগণের উন্নয়ন করেন। আমার নির্বাচনী এলাকায় কোনো রকমের অনিয়ম ও দুর্নীতি দেখতে চাই না এবং এটা সহ্য করা হবে না।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুয়ারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়