শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছরের সাজা এড়াতে ৭ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] দেড় বছরের সাজা এড়াতে সাত বছর পলাতক থেকেও শেষ রক্ষা হল না। অবশেষে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে। রোববার পুলিশ তাকে আদালতে পাঠায়।

[৩] গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে মো. আল আমিন (৩৮)। রোববার সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ জানায়, ঢাকার আশুলিয়া এলাকার একটি মাদক মামলায় ২০১৭ সালে আল-আমিনকে দেড় বছরের সাজা দেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেরুল আক্তারকে একই দিন রাতে তার নিজ বাড়ি মোহনগঞ্জের মাইলোড়া থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ রোববার তাদের দুইজনকে আদালতে পাঠায়।

[৫] মোহনগঞ্জ থানার ভারপ্রাপাত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়