মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর): [২] চলমান এইচএসসি পরীক্ষায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ও সাথে থাকা বইয়ের পৃষ্ঠা পাওয়ায় নাজিরপুর কলেজের বিএমটি শাখার (৩৭০২৩) কেন্দ্র থেকে ৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
[৩] রোববার (৭ জুলাই) ইংরেজী ২য় পত্র পরীক্ষার দিন তাদের বহিস্কার করেন কক্ষ পরিদর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। এসময়ে নাজিরপুর উপজেলা প্রশাসন পরিদর্শনকালে বহিস্কৃত পরীক্ষার্থীদের কাছে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ও সাথে থাকা বইয়ের পৃষ্ঠা পাওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করে তাদের সবাইকে বহিস্কার করা হয়।
[৪] বহিস্কৃত শিক্ষার্থীরা হল সজীব মন্ডল (553602), অমিত মন্ডল (553617), প্রশান্ত মিস্ত্রী (553619), দ্বীপ গাইন (553640), রনজিত বেপারী (553645), সৌরব বেপারী (553672), অনিমেষ মজুমদার (553678), ইয়ামিন শেখ (373711)। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :