আরমান কবীর, টাঙ্গাইল: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে শহরের আদালত পাড়ায় অবস্থিত বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সহ-সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার প্রমূখ।
এছাড়াও সকল বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়।
আগামী সোমবার (১৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :